Tag Archives: চৌদ্দগ্রামে সাংবাদিক আনিছুর রহমানের মায়ের ইন্তেকাল

চৌদ্দগ্রামে সাংবাদিক আনিছুর রহমানের মায়ের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ঃ

দৈনিক ভোরের ডাকের চৌদ্দগ্রাম প্রতিনিধি মো. আনিছুর রহমানের মাতা অজিফা বেগম (৬৮) মস্তিষ্কে রক্তক্ষরন জনিত কারণে বুধবার (১৪ নভেম্বর) রাত দুইটায় ঢাকায় ন্যাশনাল নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

বুধবার দুপুর ২টায় ঘটিকায় উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে সাংবাদিক আনিছুর রহমানের মাতার মৃত্যুতে সাবেক সাংসদ আব্দুল্লাহ মোঃ তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।