Tag Archives: জোড্ডা পশ্চিম

নাঙ্গলকোটে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে বালতির পানিতে ডুবে মিনহাজ (১) এর মৃত্যুর খবর পাওয়া গেছে।
উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির বাহুড়া গ্রামের হাজি বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার দুপুর ২ টার দিকে পরিবারের সবাই খাবার খেতে বসলে ঘরের সামনে বৃষ্টির পানি পড়ে বালতিতে জমা হওয়া সামান্য পানিতে খেলার এক পর্যায়ে মাথা পানিতে ডুবে পা উপরে থেকে শিশু মিনহাজের মৃত্যু হয়েছে।

পরে শিশু মিনহাজের বড় ভাই মাসুম (১২) দেখে চিৎকার করলে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মিনহাজ কে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে জোড্ডা পশ্চিম ইউপি সদস্য আব্দুল আলিম খোন্দকার বলেন, ঘটনা সম্পর্কে জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার বলেন, এই বিষয়ে থানায় কেউ কিছু জানায় নি।