Tag Archives: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

 

ডেস্ক রিপোর্ট :

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।

স্বাগতিক আয়ারল্যান্ডর বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ ছন্দের আছে ক্যারিবীয়রা। বিশেষ করে গেল বছর বাংলাদেশকে ভোগানো শাই হোপ তো প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। অন্য ওপেনার জন ক্যাম্পবেলও সেঞ্চুরি তুলে জানান দিয়েছেন নিজের ফর্মের।

তবে দুই দলের সর্বশেষ দ্বৈরথ আশা দেখাতে পারে টাইগার বাহিনীকে। গেল বছর ৬ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে ৪টিতেই জিতেছে বাংলাদেশ।

আজকের ম্যাচে প্রতিপক্ষ নিয়ে খুব একটা চিন্তিত নন মাশরাফি বিন মর্তুজা। নিজেদের কাজগুলো ঠিকঠাক করতে পারার দিকেই মনোযোগ টাইগার অধিনায়কের, ‘শাই হোপ তো বাংলাদেশেও আমাদের ভুগিয়েছিল। সে খুব ভালো ছন্দে আছে। ব্রাভোসহ আরও কিছু খেলোয়াড় আছে। তাদের পেস আক্রমণও ভালো। আমরা প্রস্তুতি ম্যাচ হেরেছি। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাজগুলো ঠিকঠাক করতে হবে।’