Tag Archives: টানা চতুর্থ দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

টানা চতুর্থ দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

 

টানা চতুর্থ দিনেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অংশে যানজট অব্যাহত রয়েছে। আজ সোমবারও মহাসড়কটির গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এবং কুমিল্লা অংশে ঢাকামুখী যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মেঘনা সেতুর সোনারগাঁ প্রান্তে টোল প্লাজা সংলগ্ন সড়কে সংস্কারকাজ চলায় নতুন চার লেন সেতুর ঢাকামুখী দুই লেনের মধ্যে এক লেন বন্ধ করে রাখার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। ব্যস্ততম মহাসড়ক হওয়ায় যানবাহনের অত্যাধিক চাপ থাকায় যানজট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সংস্কারকাজ শেষ হলে আগামী সপ্তাহ থেকে মহাসড়কের যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তারা।