Tag Archives: ঢাকা হাই কমিশনে ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকা হাই কমিশনে ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ১৫ আগস্ট হাই কমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালন করেছে। এই বছর স্বাধীনতা দিবসের উদ্‌যাপন ভারতের স্বাধীনতার ৭৬তম বছরকে চিহ্নিত করে এবং আজাদি কা অমৃত মহোৎসবের চলমান উদ্‌যাপনের অংশ হিসেবে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সঙ্গে এই উদ্‌যাপন অনুষ্ঠিত হয়।

হাই কমিশনার প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণের কিছু অংশ পড়ে শোনান।

আইজিসিসি শিক্ষকবৃন্দের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানটিতে ভারতীয় সম্প্রদায় থেকে বিপুল সংখ্যক সদস্যের অত্যন্ত উত্সাহী অংশগ্রহণ পরিলক্ষিত হয়।