Tag Archives: তানিম মিঠু ও কবিরদের

শোডাউন করে মহানগর আ’লীগের সম্মেলনে যাওয়ার ঘোষণা এমপি সীমা, তানিম মিঠু ও কবিরদের

স্টাফ রিপোর্টার:

৫ নভেম্বর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন। তবে সম্মেলনের দাওয়াত পায়নি আওয়ামী লীগের একটি বড় অংশ। তবুও সম্মেলনকে ঘিরে বৃহস্পতিবার শো-ডাউন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। এ শো-ডাউনের নেতৃত্ব দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। বৃহস্পতিবার কুমিল্লা মডার্ণ স্কুলের সামনে থেকে শুরু হওয়া এ শো-ডাউনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুমিল্লা প্রধান প্রধান সড়কগুলো। কুমিল্লার কান্দিরপাড়, রাজগঞ্জ ও প্রেস ক্লাব মোড় থেকে হাজার হাজার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী পূবালী চত্বরে এসে জমায়েত হয়।

এসময় নেতারা আগামী ৫ নভেম্বরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত থাকবেন এবং সম্মেলন সফল করতে কাজ করবেন। কেউ বাধা দিলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন।

এ সময় বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর উর রহমান মাহমুদ তানিম ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান মিঠু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদারসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সহ সভাপিত আলহাজ্ব ওমর ফারুক, মহানগর আওয়ামীলীগ নেতা শফিক সিকদার, আওয়ামীলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান, মহানগর আ’লীগ নেতা জিএস জাকির, আ’লীগ নেতা শাহিন, এড.জসিম উদ্দিন প্রমুখ।