Tag Archives: তাবিজে নয়: ৫০ বছর ধরে এ পেশায় তিনি

বিশ্বাসে আরোগ্য, তাবিজে নয়: ৫০ বছর ধরে এ পেশায় তিনি

 

আনোয়ার হোসাইন:

কথাটি আবুল কালাম ফকিরের। বয়স আশির কোটায়,বাড়ি ফরিদপুর জেলার বদরপয়সা গ্রামে। ৫০ বছরেরও অধিক সময় ধরে ফকিরগিরি করেন। আধুনিক এ যুগে এসে তার ফকিরি পেশায় মন্দায় যাচ্ছে।

দৈনিক ২/৩ শত টাকার তাবিজ বিক্রি করেন বর্তমানে। জেলায় জেলায় ঘুরে তাবিজ বিক্রি করেন। এক জেলায় এক সপ্তাহ থাকেন। সংসার নেই,তাই যা আয় হয় তা দিয়ে খেয়ে ধেয়ে সমান সমান চলেন। রাতে রেলস্টেশন বা মসজিদের বারান্দায় ঘুমান তিনি। বাড়িতে ভাই ভাতিজারা আছেন,তাই সাত আট বছর পরপর বাড়িতে যান। তবে ২/১ দিনের বেশী থাকেন না। সড়ক দূর্ঘটনায় বাম চোখটি নষ্ট হয়ে গেছে।।

কেবলমাত্র মনোবলের কারনে এ বয়সেও চালিয়ে যাচ্ছেন ফকিরগিরি।। ঘুরছেন জেলায় জেলায়।