Tag Archives: তামিম চাচার জোরে ক্রিকেট খেলে না – নাফিস ইকবাল

তামিম চাচার জোরে ক্রিকেট খেলে না – নাফিস ইকবাল

স্পোর্টস ডেস্কঃ

তামিম ইকবাল বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান। বিশ্বকাপের ফর্ম এবং শ্রীলংকা সিরিজের ফর্মের কারনে ভক্তরা সমালোচনা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে, তামিমের বড় ভাই এবং সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল বলেন, সে নিজেই জানে তাকে কি করতে হবে। সে বিশ্বসেরাদের মতোই। তবে, বিশ্বকাপে এমন ফলাফল এর কারনে ভক্তদেরকে এমন সমালোচনা না করে খারাপ এবং ভালো দুই সময়েই খেলোয়াড়দের পাশে থাকার কথা বলেন তিনি।

আফগানিস্তান সিরিজে তামিম ইকবাল খেলছে না এটা ভালোই বলছে নাফিস। সে অফফর্মের কারনে অতিরিক্ত চাপে পরেছিলো এবং সে যেনো এটা রিকোভারি করতে পারে সে কারনে তাকে বিশ্রাম নেয়াটাই উচিত ছিলো। আশা করি তামিম আগের মতো ফর্মে ফিরবে।