Tag Archives: তিতাসে এক যুবকের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

তিতাসে এক যুবকের ইয়াবা সেবনের ছবি ভাইরাল

 

মোঃ জুয়েল রানা:
কুমিল্লার তিতাসে মোঃ ময়নুল প্রকাশে এপিএস (২৮) নামে এক যুবকের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মোঃ ময়নুল প্রকাশে এপিএস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর গ্রামের আহাম্মদ হাজীর ছেলে।

শুক্রবার থেকে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, খালি গায়ে বিল্ডিং এর এক রুমে বসে ইয়াবা সেবন করছেন ওই যুবক। মুখে ইয়াবা সেবনের পাইপ। এক হাতে গ্যাস লাইটের আগুন অন্য হাতে ফয়েল ধরে আছেন এবং টেনে নিচ্ছেন আগুনের তাপে গলে যাওয়া ইয়াবার ধোঁয়া

ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ছবিটি তুলেছেন। পরে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

দড়িমাছিমপুর গ্রামের বাসিন্দা আবুল ড্রাইভারসহ একাধিক ব্যক্তি বলেন, ময়নুল একজন পেশাদার মাদকসেবী। এবং সে মাদক বিক্রিও করে থাকে। তার যন্ত্রণায় এলাকাোবাসী অতিষ্ঠ। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি।

এ ব্যাপারে মো.ময়নুল প্রকাশে এপিএস এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এটা সৌদি আরবের ছবি, ষড়যন্ত্র করে তুলছে।আমি ইয়াবা সেবন করি না৷ এবং এর সঙ্গে জড়িত নই। আপনি আমার সাথে সরাসরি কথা বলেন বলে ফোনটি কেটে দেন।