Tag Archives: দেবিদ্বার উপজেলা

এক যুগ পর অফিস পেলো দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ

এক যুগ পর অফিস পেলো দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ

দেবিদ্বার প্রতিনিধি:

প্রায় ১২ বছর পর আওয়ামীলীগের কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করেন।

দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম সফিউদ্দিনের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মতিন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম ভিপি কামাল, সহ দপ্তর সম্পাদক ইসমাইল হোসাইন, ইউএসএ শেখ রাসেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা.ফেরদৌস খন্দকার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল কুদ্দুস সরকার, মো. জলিল চৌধুরী, মফিজ উদ্দিন দুলাল, মো. মোসলেহ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল আলম তুষার, মো. মোস্তাফিজুর রহমান সরকার, দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন ভঁ‚ইয়া মানিক, উপজেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জি. গাজী রাসেল বিল সালাম সহ সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেনসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীরা। পরে দোয়া-মুনাজাতের মাধ্যমে দেবিদ্বারে উপজেলা শাখা আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন করা হয়।

দেবিদ্বার পৌরসভায় মেয়র পদে লড়তে ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় তথ্যমতে, আবুল কাশেম দেবিদ্বার পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তিনি ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচন ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন।

এ বিষয়ে আবুল কাশেম ওমানী বলেন, পৌরবাসী আমাকে পছন্দ করেন। তাদের চাপে আমি মেয়র প্রার্থী হয়েছি। এর আগে জনগণ আমাকে ভোট দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন। কিন্তু ভাইস চেয়ারম্যান হওয়ার পর জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। আশা করছি এবার নির্বাচিত হয়ে প্রত্যাশাগুলো পূরণ করতে পারবো। বিশেষ করে ভাইস চেয়ারম্যান পদে থেকে তৃণমূলের মানুষের জন্য তেমন কাজ করা সম্ভব হয় না এবং করার সুযোগও খুব কম।

ইউএনও নিগার সুলতানা বলেন, ভাইস চেয়ারম্যান পদ থেকে আবুল কাশেম পদত্যাগ করেছেন। জেলা প্রশাসকের পরামর্শে পদত্যাগপত্রটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে পদক্ষেপ নিবে।

উল্লেখ্য, ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলার সদর ইউনিয়ন এবং গুনাইঘর উত্তর, গুনাইঘর দক্ষিণ ও সুবিল ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এর ২১ বছর পর গত ৩১ মে দেবিদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ আগামী ১৭ জুলাই। এ পৌরসভায় ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৪৯৮ জন এবং নারী ভোটার ২২ হাজার ৮৯ জন।

কুমিল্লার দেবিদ্বারে ঈদ উপহার বিতরণ

 

দেবিদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দুই হাজার আওয়ামীলীগ নেতাকর্মীদের পাঞ্জাবী উপহার ও এক হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মোহনা আবাসিক এলাকার রোশন ভিলায় এসব বিতরণ হয়।

ওই সময় দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দীন, উপদেষ্টা এটিএম মেহেদি হাসান, সহ-সভাপতি লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম তুষার, মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানসহ উপস্থিত ছিলেন অনেকে।

চলে গেলেন না ফেরার দেশে সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা

স্টাফ রিপোর্টার:
সাবেক মন্ত্রী ও সচিব এবং কুমিল্লা -৪, (দেবিদ্বার) আসনের সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফা আর নেই।

শনিবার ( ৩ ডিসেম্বর) রাত ৯ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃ

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮। তিনি বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্বীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। আমৃত্যু তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের ২য় পুত্র।

এবিএম গোলাম মোস্তফা ১৯৩৪ সালের কুমিল্লায় ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ ও ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে পাকিস্তানের সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্যসহ তিনি ১৭ বছর ৭টি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পর্টিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দেবিদ্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এবিএম গোলাম মোস্তফার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন জানান, মরহুমের সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যরা মরহুমের জানাজা ও দাফন নিয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

দেবিদ্বারে ভালোবেসে বিয়ে, অত:পর ১৫ দিন পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে ভালোবেসে বিয়ের পনেরো দিনের মাথায় স্বর্ণা আক্তার (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (৫ মে) দিবাগত রাত ২টায় উপজেলার ধামতী (মাজার সংলগ্ন) গ্রামে বাড়ির পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বার্ণা উপজেলার ধামতী গ্রামের মোঃ সুন্দর আলীর চতুর্থ মেয়ে এবং একই এলাকার রহিম মাস্টারের ছেলে কামরুল হাসানের স্ত্রী।

ঘটনার সূত্রে জানা যায়, স্বর্ণা পাশের বাড়ির রহিম মাস্টারের সাথে প্রেমের সম্পর্ক ছিল।কিন্তু ছেলের পরিবার তা মানতে নারাজ।তাই ছেলে মেয়ে গোপনে গত ২০ এপ্রিল কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহ করে। মেয়ের পরিবার বিষয়টি মেনে নিলেও ছেলের পরিবার মানেনি।তাই কামরুল বউ নিয়ে শশুড় বাড়িতে থাকে। গতকাল স্ত্রীকে শশুড় বাড়িতে রেখে জরুরী কোনকাজে পার্শ্ববর্তী এলাকায় তার বড় ভায়রার বাড়ি যায়।স্ত্রী স্বর্ণা বাপের বাড়িতে থেকে যায়।হঠাৎ অজানা কারনে রাতে ঝর্ণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয় স্বর্ণার স্বামী কামরুল হাসান বলেন, আমি স্বর্ণাকে ভালোবেসে বিয়ে করেছি।আমার পরিবার না মানায় স্বর্ণাকে নিয়ে আমি শশুড় বাড়িতে অবস্থান করি। তার সাথে আমার কোন ঝগড়া বিবাদ কিছু হয় নাই। গতকাল জরুরী কাজে বড় ভায়রার বাড়িতে যাই।রাতে তার সাথে মোবাইলে প্রায় দুই ঘন্টা কথাও বলি।পরে আমি ঘুমিয়ে যাই। সেহরীর সময় শুনি আমার স্ত্রী আত্মহত্যা করেছে।আমি এর সুস্থ্য তদন্ত চাই।আমার স্ত্রী কি কারনে আত্মহত্যা করলো? নাকি তাকে কেউ হত্যা করেছে? আমি প্রকৃত ঘটনা জানতে চাই?

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ফোর্স পাঠিয়েছি।সুরতহাল তৈরি করে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে এসে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

দেবিদ্বারে বিশাল শোডাউন করে দায়িত্ব গ্রহণের পরেই করোনায় আক্রান্ত উপজেলা চেয়ারম্যান আজাদ

 

স্টাফ রিপোর্টারঃ

কয়েকদিন পূর্বে মোটরসাইকেলের ব্যাপক শোডাউন করে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। দায়িত্ব নেয়ার কয়েক দিনের মধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

সম্প্রতি বাংলাদেশে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন সনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতেও রাজনীতিবিদদের মধ্যে সচেতনতার অভাব দেখা দিচ্ছে। সভা সমাবেশ ও শোডাউন করেই যাচ্ছে রাজনীতিবিদরা। ফলে ব্যাপক সংখ্যক মানুষের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিচ্ছে। করোনা ভাইরাসের মহামারির মধ্যে সেই পথেই হাটলেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

স্থানীয় সূত্র জানায়, ২৫ মার্চ প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল ও অসংখ্য মাইক্রোবাস নিয়ে বিশাল শোডাউন করেই উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করতে যান আবুল কালাম আজাদ। এর দুদিন পরেই এই চেয়ারম্যানের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বের হয়। চেয়ারম্যানের পরিবার ও নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া কামনা করে পোস্ট করেন।

দেবিদ্বারে বঙ্গবন্ধুর জন্মদিন এবং মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

মো. জামাল উদ্দিন দুলালঃ

আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ই মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপনের লক্ষে বুধবার (১০ মার্চ) সকালে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ সুশীল সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) মো. আরিফুর রহমান, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ কবীর, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এ কে এম সফিকুল আলম ভিপি কামাল, কেন্দ্রিয় ছাত্রলীগ সাবেক সদস্য ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের করোনা ভ্যাকসিন গ্রহণ

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান মঙ্গলবার দুপুর সোয়া বারোটায় দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আহাম্মদ কবীর, উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ এনামুল হোক চৌধুরী, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন দুলালসহ আরও অনেকে।

রাকিব হাসানকে ভ্যাকসিন প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল ট্যাকনোলজিস্ট (ই.পি.আই) জসিম উদ্দিন সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ভ্যাকসিন নেওয়ার পর বলেন, কেউ যেন ভ্যাকসিন (টিকা) নিয়ে অপপ্রচার চালাতে না পারে সেজন্য আমি নিজেই টিকা নিলাম। তিনি আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের টিকা নিশ্চিত করা হবে। যাতে করে সাধারণ মানুষ করোনা প্রতিরোধক টিকা (ভ্যাকসিন) নিতে আগ্রহী হয়।

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন ময়নাল হোসেন

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ময়নাল হোসেন চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারী) বেলা ১১টায় মোহনপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে প্রিজাইর্ডি অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ্ সভাপতিত্বে এবং নব-নির্বাচিত সকল সদস্যদের উপস্থিত্বে সভার স্ব-সম্মিত ক্রমে স্কুলের দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়িক মো. ময়নাল হোসেনকে সভাপতি নির্বাতি করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব কাজী আলমগীর হোসেন, অভিভাবক সদস্য আবদুল আলীম, নজরুল ইসলাম, জাকির হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রেহেনা আক্তার শিক্ষক সদস্য আবুল হাসান ভূঞা, মিজানুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য কামরুন নাহার প্রমূখ।

দেবিদ্বারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩নং ধামতী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধামতী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিনের উপর বর্তমান ইউপি চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা এবং শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ধামতী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিসের সামনে বিচারের দাবীতে এই মানববন্ধন করেছে ধামতী গ্রামের নারী সমাজ এবং এলাকাবাসী।

ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিনকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সালেহা বেগম, রাহিমা আক্তার , কুলছুম বেগম,মিনুয়ারা বেগমসহ এলাকার আরও অনেকে।

উল্লেখ্য, গত রবিবার চেয়ারম্যানের সন্ত্রাসী লোকজন দিয়ে হামলার শিকার হয় ১৩নং ধামতী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিন। তবে হামলা কারীদের ৩ জনসহ হামলায় ব্যবহৃত গাড়িটি আটক করায় তখন সাবেক চেয়ারম্যান মোঃ সাদেকুর রহমান সরকার এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন ওই ঘটনায় উপযুক্ত বিচারের দায়িত্ব নেয় সাবেক ইউ পি সদস্য মোঃ তহিদ মিয়া, মহিলা মেম্বার রাশেদা বেগম, আওয়ামী লীগ সদস্য মোঃ সিরাজুল ইসলাম, নজরুল মাষ্টার।

তবে এঘটনায় বিচার না হওয়ায় এলাকায় ঐক্যবদ্ধ হয়ে এই মানববন্ধন করে এবং ওই ঘটনায় জসিম উদ্দিন দেবিদ্বার থানায় একটি অভিযোগ করেন।