Tag Archives: দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন বরুড়ার সংসদ সদস্য মোঃ নাছিমুল

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন বরুড়ার সংসদ সদস্য মোঃ নাছিমুল

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বরুড়ার গন মানুষের নেতা মোঃ নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি।

তিনি গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হন। এর আগেও একবার তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি তাঁর নিজ বাসায় চিকিৎসা গ্রহণ করছেন। বর্তমানের তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন নিশ্চিত করেন।

ইতিমধ্যে, এমপি মহোদয়ের শারিরীক সুস্থতায় বরুড়া উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের উদ্যোগে মসজিদ, মদ্রাসাসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং দোয়ার আয়োজন অব্যাহত রয়েছে।