নিজস্ব প্রতিবেদকঃ
দ্বিতীয় ধাপে কুমিল্লা আদর্শ সদর জগন্নাথ ইউনিয়নের হরিপুর এলাাকার ২শ পরিবার পেল কুমিল্লা সিটি ফাউন্ডেশনের ঈদ উপহার।
রবিবার সকাল সাড়ে ১০ টায় করোনায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এই ঈদ উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব জামাল খন্দকার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন- উপদেষ্টা মোঃ এমদাদুল হক ভূইয়া, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম লিটন, যুগ্ম সম্পাদক -আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক-গোলজার হোসেন, প্রচার সম্পাদক-আনোয়ার হোসেন (স্টার) নির্বাহী সদস্য জাহিদ ইমাম মাহবুব ও আরিফ হোসেন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক আবুল খায়েরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।