স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর মেডিকেল সেন্টারে (টাওয়ার হাসপাতালে) ভুল চিকিৎসায় আবারো মনিরুল জামান (৪০) নামের এক রোগির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পরে প্রায় ১৫ লক্ষ টাকার বিনিময়ে তা সমঝোতা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়।
১১ ডিসেম্বর রাত ৮ টায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল জামান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের মৃত. আনা মিয়ার ছেলে। মনিরুজ্জামানের ২ মেয়ে, এক ছেলে।
নিহতের পরিবার জানায়, মাত্র কয়েক দিন আগে আবুধাবি থেকে দুই মাসের ছুটিতে আসেন মনিরুল পিত্তথলির পাথর অপারেশনের জন্য। ১১ ডিসেম্বর রাতে টাওয়ার হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই ডাঃ মান্নান ইনজেকশন দেওয়ার ২/৩ মিনিটের মধ্যে রোগির মৃত্যু হয়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, পরে ১৫ লক্ষ টাকা চেক দেওয়ায় বিষয়টি সমঝোতা হয়।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।