Tag Archives: নতুন ছাত্রসংগঠন গড়ে তোলার ঘোষণা ডাকসু ভিপি নুরুল হক নুরের

নতুন ছাত্রসংগঠন গড়ে তোলার ঘোষণা ডাকসু ভিপি নুরুল হক নুরের

ডেস্ক রিপোর্ট :

নতুন ছাত্রসংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও গত শুক্রবার ঢাবি ক্যাম্পাসে কোটা সংরক্ষণ আন্দোলনের সংগঠন ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র এক বৈঠকে তিনি এ কথা জানান।

ডাকসু ভিপি নুর এ সময় ছাত্রসংগঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা দেন। তিনি তার বক্তৃতায় কোটা সংস্কার আন্দোলনের সময় তাদের ওপর হামলা, অপপ্রচারের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। নুর বলেন, দেশব্যাপী তাদের প্রতি বিশাল অংশের মানুষের আস্থা তৈরি হয়েছে। তাদের নতুন এই সংগঠন দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিসহ অব্যবস্থাপনার বিপক্ষে কাজ করবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের সময় নির্যাতনের শিকার নুরুল হক নুর ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন।