সালাউদ্দিন সোহেলঃ
সৌদি আরবে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সর্বোচ্চ করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন সর্বমোট ১ লাখ ৪৫ হাজার ৯৯১ জন।
একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরও ৪৮ জন করোনা রোগী। যা একদিনে সর্বোচ্চ রেকর্ডসংখ্যক মৃত্যু। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৯ জনের।
এছাড়াও দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩৭৩ জন প্রবাসী বাংলাদেশি।
সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৫৩ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯৩ হাজার ৯১৫ জন। এখনো চিকিৎসাধীন আছেন ৫০ হাজার ৯৩৭ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন মিনিস্ট্রি অফ হেলথ (সৌদি আরব)।