Tag Archives: নদী পার হতে গিয়ে নিখোঁজ

নদী পার হতে গিয়ে নিখোঁজ, ২২ ঘণ্টা পর ভেসে উঠল মরদেহ

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহিষ নিয়ে সাঁতরে বুড়ী নদী পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর জিলানী (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে মরদেহটি নদীতে ভেসে ওঠে।

জিলানী সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লৌপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। সে নবীনগরে সপরিবারে ভাড়া থাকতো।

এর আগে বৃহস্পতিবার সকালে মহিষ নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় মনুবাবুর ঘাট এলাকায় বুড়ী নদীতে ডুবে নিখোঁজ হন জিলানী। ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, নদীর যে স্থানে নিখোঁজ হয়েছিলেন- সেখানেই সকালে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।