স্টাফ রিপোর্টারঃ
বাড়ি ভাড়া, গ্র্যাচুয়িটি কমানো এবং আয়কর সুবিধা বাতিলসহ সাংবাদিকদের স্বার্থ বিরোধী নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধনের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় নগরীর টমছমব্রিজ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শাহীন মীর্জার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের নেতা সালাহ উদ্দিন আহমেদ, শাহ আলম শফি, মো. লুৎফুর রহমান, জসিম উদ্দিন চাষী, নজরুল ইসলাম দুলাল, জাহিদ হাসান, শহিদ উল্লাহ মিয়াজী, মো. আবদুল জলিল ভূঁইয়া, সিরাজুল ইসলাম চৌধুরী, কাজী মীর আহমেদ মীরু, এইচ.এম মহিউদ্দিন, আবদুল মতিন, আবু শাহেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধনের দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন। কর্মসূচিতে জেলায় কর্মরত প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।