সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লা লাকসামে শনিবার ( ১ ফেব্রুয়ারী) নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাারণ সম্পাদক এডভোকেট ইউনুস ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য এডভোকেট তানজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোসেন হেলাল, সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সদস্য সাংবাদিক মুজিবুর রহমান দুলাল, আবুল কাসেম প্রমুখ।
পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।