Tag Archives: নবীনগরে এস.এস.সি পরীক্ষার্থীদের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত ফি

নবীনগরে এস.এস.সি পরীক্ষার্থীদের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত ফি

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে নবীনগরের ইউএনও ঘটনার সত্যতা জানতে পেরে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এলাকাবাসি জানান, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে কনিকাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বেতন, সেশন ফি, ফরম পূরণ ও কোচিং ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ৩২০০-৪৪০০ টাকা করে আদায় করছেন। এ নিয়ে বিদ্যালয়ে জোর প্রতিবাদ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় অভিভাবক সালাউদ্দিন মিয়া বলেন,‘রেজিষ্টেশন বাবদ আমাদের কাছ থেকে ৩৭০০ টাকা করে নেওয়া হয়েছিল। তবে পরে ম্যানেজিং কমিটির চাপে মাত্র ৫০০ টাকা আমাদেরকে ফেরত দেয়া হয়।’

ইউপি সদস্যা মুক্তা বেগম বলেন,‘প্রথমে ৪০০০ টাকা রেজিষ্ট্রেশন ফি বাবদ বলা হলেও পরে কমিটির ম্যানেজিং কমিটির সহযোগিতায় পরীক্ষার্থীরা তিন হাজার ২০০ টাকা করে জমা দিয়েছেন।’

প্রধান শিক্ষক আমিরুল ইসলাম অতিরিক্ত ফি আদায়ের কথা অস্বীকার করে বলেন, ‘রেজিষ্টেশন বাবদ ১৮০০ টাকা, বেতন ও সেশন ফি বাবদ ৯০০ টাকা ও কোচিং ফি বাবদ ৫০০ টাকা নেওয়া হয়েছে। কোন অতিরিক্ত ফি নেয়া হয়নি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন বলেন,‘সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি ইউএনও স্যারকে অবগত করেছি।’

ইউএনও মোহাম্মদ মাসুম বলেন,‘ঘটনার সত্যতা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’