Tag Archives: নবীনগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চেয়ারম্যানের ইন্তেকাল

নবীনগরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চেয়ারম্যানের ইন্তেকাল

মো. দেলোয়ার হোসেনঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সাবেক ৪বারের নির্বাচিত চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৭৬) শুক্রবার বিকেল ৩টায় উরখলিয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন (ইন্না ইলাহি…..রাজিউন)। বেশ কিছুদিন যাবত তিনি নানান রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার মহুমের জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানিকতা শেষে উরখলিয়া গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সামছুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুধী সমাজের নেতৃবৃন্দরা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।