মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাকজমক পূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহত্তর কুমিল্লার সবচেয়ে বড় ফুটবল আসর লাউরফতেহপুর লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। ব্রাক্ষণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ এর পৃষ্টপোষকতায় অধ্যাপক মাহাবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোহাম্মদ এম ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, নবীনগর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দীন, মুরাদনগর উপজেলা সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম চিশতি পীর, নবীনগর থানার অফিসার ইনচার্জ আসলাম শিকদার, ওসি (তদন্ত) রাজু আহম্মেদ, ইউপি চেয়ারম্যান ফারুক সরকার সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হাজার হাজার দর্শকের উপস্থিতি আর আইনশৃংখলা বাহিনীসহ স্থানীয় নিরাপত্তাকর্মীদের নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইব্রাহীমপুর ফুটবল একাদশকে (১-০) গোলে হারিয়ে উত্তর দাররা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ধারাভাষ্য প্রদান করেন এডভোকেট সফিকুল হক আকাশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ এক লক্ষ টাকা এবং রানার্সআপ দলের হাতে রানার্সআপ ট্রফি ও নগদ পঁচিশ হাজার টাকা তুলে দেন টূর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক ব্যারিস্টার জাকির আহাম্মদ, প্রধান অতিথি মোহাম্মদ এম ফারুক সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিরা।