Tag Archives: নাঙ্গলকোটে বাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নাঙ্গলকোটে বাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
নাঙ্গলকোট পৌরসভার পূর্বদৈয়ারা গ্রামের পুকুর পাড়ের বাগান থেকে খালেদা আক্তার (২৫) নামের এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার( ৩ নভেম্বর) ঐ গ্রামের ইউছুফের বাগানে মরদেহ দেখে সাধারণ মানুষ পুলিশে খবর দেয়। নিহত খালেদা পূর্বদৈয়ারার মোবারক হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর পূর্বে মোবাইলে প্রেমের সম্পর্কে সূত্রে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের ষাটিশক গ্রামের নুরে আলমের ছেলে মোজাম্মেল হোসেন রাজন সাথে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয় খালেদার। বিয়ের পর মীম নামের ৪ বছরের একটি মেয়ে রয়েছে তাদের সংসারে। বিয়ের পর বেশীর ভাগ সময় রাজন শশুর বাড়ীতে থাকে। নিহতের পিতা মোবারক হোসেন জানান, ঘটনার রাতে পরিবারের সকলে একসাথে খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ে, সকালে আমার মেয়ের লাশ ইউছুফের পুকুর পাড়ে বাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিই। ঘটনার পর থেকে আমার মেয়ের জামাই (রাজন) পালিয়ে গেছে। আমাদের ধারণা মেয়েকে তার জামাই হত্যা করেছে।

নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকন্ড। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানা যাবে।