Tag Archives: নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে উঠে গাছেই প্রাণ গেলো যুবকের

নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে উঠে গাছেই প্রাণ গেলো যুবকের

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নাঙ্গলকোটে গাছের ডাল কাটতে উঠে গাছেই প্রাণ গেলো পারভেজ হোসেন (২৫) নামের এক যুবকের।

শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের কইরাস গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ একই উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের কাদবা গ্রামের ইয়াকুবের ছেলে। তিনি পেশায় গাছ কাটার কাজ করতেন।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পারভেজ কইরাস গ্রামের প্রবাসী গোলাম আজমের বাড়িতে গাছের ডাল কাটার জন্য একটি কড়ই গাছে ওঠেন। এক পর্যায়ে তিনি গাছেই মারা যান। তার মরদেহ গাছেই ঝুলছিল। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এসআই আনোয়ার হোসেন বলেন, মরদেহ গাছ থেকে নামিয়ে থানায় আনা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে।