শাহ ইমরানঃ
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা চলাকালে দায়িত্ব পালনে অবহেলা করার দায়ে কাউছার পারভিন ও কোহিনুর আক্তার নামের দুইজন শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম মোস্তাফিজুর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহি ম্যাজিস্ট্রেট এস এম মোস্তাফিজুর রহমান জানান, নকলমুক্ত শিক্ষার পরিবেশ অব্যাহত রাখতে কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।