স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে ৩ সাজাপ্রাপ্ত আসামি ও ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নুর।
জানা যায় যে, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ এর দিক-নির্দেশনায় নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আ স ম আব্দুন নুর এর তত্ত্বাবধানে ৯ জুলাই (শুক্রবার) নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন আশারকোটা গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো: আবু ইউসুফ, মৌকরা ইউনিয়ন তেতৈয়া গ্রামের মোঃ হরন মিয়া (হোচ্ছা মিয়া)’র ছেলে নাছির উদ্দিন, সাতবাড়িয়া গ্রামের মৃত আ: বারেকের ছেলে নোয়াব আলী চৌধুরী।
একই দিন রাতে নাঙ্গলকোট থানার এসআই আতিকুর রহমান, এসআই সুমিত চৌধুরী, এএসআই আবদুল কাদের ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় উপজেলার ঢালুয়া গ্রামের হোসেন এর ছেলে মোঃ সেলিম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন তারা।