Tag Archives: নাঙ্গলকোটে বাগান থেকে সবজি আনতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

নাঙ্গলকোটে বাগান থেকে সবজি আনতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

সাকিব আল হেলালঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বড় ফতেপুর গ্রামে নাছির উদ্দিন মজুমদার (৪৫) নামে এক প্রবাসীর ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুলাই) দুপুরে নিজ ঘরের ছাদ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় তার স্বজনরা।

নিহত নাছির উদ্দিন মজুমদার উপজেলার বড় ফতেহপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত সিরাজুল হক মজুমদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মৌকারা ইউনিয়নের বড় ফতেপুর গ্রামের মৃত মাষ্টার সিরাজুল হক মজুমদারের ছেলে প্রবাসী নাছির উদ্দিন মজুমদার। শুক্রবার দুপুরে রান্না করার জন্য সবজি তুলতে নিজ ঘরের ছাদ বাগানে যান। এ সময় অসাবধানতা বসত পা পিছলে ছাদ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত প্রবাসী নাছির উদ্দিনের দু’ কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তার আকষ্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয় ইউপি সদস্য উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।