কামাল হোসেন জনিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউপির চেয়ারম্যান হুমায়ন কবির মজুমদারের বিরুদ্ধে বয়স্ক ভাতার ভূয়া তালিকার দেওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।
সোমবার দুপুরে ২ ঘন্টা ধরে তদন্ত কমিটি পেরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরেজমিন পরিদর্শনে তদন্ত করে।স্হানীয়দের অভিযোগের সত্যতা যাচাই বাছাই করেন।
তদন্ত কর্মকর্তা জেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন,অভিযোগের ডাটা সংগ্রহ করতে এসেছি। তদন্ত করে প্রতিবেদন দাখিল করবো।
এ বিষয়ে অভিযুক্ত পেরিয়া ইউপির চেয়ারম্যান হুমায়ন কবির মজুমদার বলেন,আমরা ১২৮ জনের বয়স্ক ভাতার নাম পাঠিয়েছি । তার মধ্যে ৫৮ জনের বয়স কম হওয়ায় তালিকা থেকে তাদের নাম বাদ পড়ে । পুনরায় ৫৮ জনের তালিকা দেওয়ার পর তাদের নামে বই ইস্যু হয়।