Tag Archives: নাঙ্গলকোটে রাত্রীকালীন শর্ট পিচ টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাঙ্গলকোটে রাত্রীকালীন শর্ট পিচ টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির মঘুয়া গ্রামে বৃহস্পতিবার রাতে মঘুয়া স্টুডেন্ট ক্লাব আয়োজিত রাত্রীকালীন শর্ট পিচ টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন,নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালু । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর পিএস কে এম সিংহ রতন, নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া,আওয়ামী লীগ নেতা আলী হোসেন চৌধুরী,আবুল খায়ের আবু,মিজানুর রহমান মিজান,দেলোয়ার হোসেন ভূঁইয়া খোকন। খ ম জিল্লুর, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমূখ।মাস্টার জাফর আহাম্মেদ সভাপতিত্ব করেন।

ফাইনাল খেলা ১০ ওভারে অনুষ্ঠিত হয়। চর জামুরাইল ফ্রেন্ডস ক্লাব ও বটতলি স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেন। টসে জিতে চর জামুরাইল ফ্রেন্ডস ক্লাব ৪ উইকেট হারিয়ে ৮০ রান করেন। জবাবে বটতলি স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে ৬২ রান করে । চর জামুরাইল ফ্রেন্ডস ক্লাব ২১ রানে জয়লাভ করেন। অতিথিগণ দলের সভাপতি আবু তাহের চৌধুরী ও দলের অধিনায়ক সাদ্দাম হোসেনের হাতে পুরস্কার তুলে দেন।