Tag Archives: নাঙ্গলকোট উপজেলায় ৮ চিকিৎসকসহ ২৫ জন করোনায় আক্রান্ত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ৮ চিকিৎসকসহ ২৫ জন করোনায় আক্রান্ত

 

মোঃ কামাল হোসেন জনি :

কুমিল্লা নাঙ্গলকোটে গত ২৪ ঘণ্টায় ৮ জন ডাক্তার ও ৫ স্বাস্থ্য কর্মী, ১ জন পিয়নসহ ২৫ জন প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুরো উপজেলায় ৪৬ জন করোনায় আক্রান্ত হলেন। নাঙ্গলকোটের পৌর বাসিন্দা আরও দুজনের রিপোর্ট লাকসাম উপজেলায় পজিটিভ আসে। সব মিলিয়ে ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার বিকেলে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ৮ জন, স্বাস্থ্যকর্মী ৫ জন, অফিস পিয়ন ১ জন, পৌর সদরের হরিপুর গ্রামের ২ জন, রায়কোট দক্ষিণ ইউপির মালিপাড়ের ১ জন, পূর্ব বামপাড়ায় ১ জন, মৌকরা ইউপির চারিতুপায় ১ জন, ঢালুয়া ইউপির মন্নারায় ২ জন, দৌলখাঁড় ইউপির দেওভান্ডারে ১ জন ও সোন্দাইল গ্রামে ১ জন।

শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। যাতে তারা পালাতে না পারে।