Tag Archives: পিচিচি ট্রফি টানা তৃতীয়বারের মতো নিজের করে নিলেন লিওনেল মেসি

পিচিচি ট্রফি টানা তৃতীয়বারের মতো নিজের করে নিলেন লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক :

লা লিগায় শীর্ষ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি টানা তৃতীয়বারের মতো নিজের করে নিলেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি। এবারের মৌসুমে ৩৪ ম্যাচ খেলে মোট ৩৬ গোল করেন তিনি।

পিচিচি ট্রফি জয়ের তালিকায় শীর্ষে থাকা সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড তেলমো জারাকে স্পর্শ করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। জারা ও মেসি এখন পর্যন্ত ৬ বার এই ট্রফি হাতে তুলেছেন।

মেসির আগে টানা তিনবার পিচিচি ট্রফি জিতেছিলেন মেক্সিকোর স্ট্রাইকার হুগো সানচেস। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ফুটবলার ১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭ ও ১৯৮৭-৮৮ মৌসুমে এই কীর্তি গড়েছিলেন। ক্যারিয়ারে মোট পাঁচবার পুরস্কারটি জিতেছিলেন কিংবদন্তি এই ফরোয়ার্ড।

এছাড়া, পাঁচবার করে পিচিচি ট্রফি নিজেদের করে নিয়েছিলেন আলফ্রেদো ডি স্টেফানো এবং কুইনি।