Tag Archives: পয়েন্ট তালিকার ওপরের দিকে না থাকলে বার্সাকে নিয়ে সমালোচনা হবেই

পয়েন্ট তালিকার ওপরের দিকে না থাকলে বার্সাকে নিয়ে সমালোচনা হবেই

 

স্পোর্টস ডেস্কঃ

বার্সেলোনা সবসময় পয়েন্ট তালিকার ওপরের দিকে না থাকলে তা নিয়ে সমালোচনা হবেই বলে মনে করেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। শুক্রবার দেওয়া এক সাক্ষাতকারে তিনি আরও বলেন,আমি সমালোচনা সামলাতে পারি।

বার্সার খেলোয়াড়দের মনোবল চাঙ্গা রাখার আহ্বান জানিয়ে কোম্যান বলেন,এতে ভেঙে পড়ার কারণ নেই। মৌসুমটা অনেক লম্বা এবং আমাদের প্রতিটা ম্যাচ ধরে এগুতে হবে। আমাদের তিন পয়েন্ট দরকার এবং শান্ত থাকতে হবে।

তবে বার্সা ছন্দে ফিরলেও সমালোচনা কমবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি। তিনি বলেন, আমরা জিতলেও পরিস্থিতি শান্ত হবে কি-না, আমি নিশ্চিত নই। এই ক্লাবে সবসময় কিছু না কিছু হতেই থাকে।

লা লিগায় শনিবার ঘরের মাঠে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায়।

টানা দুই জয়ে লিগ শুরু করলেও পরে শেষ চার ম্যাচে জয় পায়নি লিওনেল মেসিরা। পয়েন্ট তালিকাতেও নেমে গেছে ১২ নম্বরে।