Tag Archives: বাংলাদেশ

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হলেন কুমিল্লার চপল

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের ৪৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

৩ মে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: আমিনুল হক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদের যৌথ স্বাক্ষরে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক পদে কিশোরগন্জের মোঃ শরীফুল আলম ও সদস্য সচিব পদে বগুড়া জেলার সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল রয়েছেন। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে ২০ জন রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন কুমিল্লার সন্তান কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল।

আমরাই বাংলাদেশ চিত্র প্রদর্শনী

আমরাই বাংলাদেশ চিত্র প্রদর্শনী ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আমরাই বাংলাদেশ চিত্র প্রদর্শনী ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শাহ ইমরান:

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে জাইতুন হোটেল সংলগ্ন তিনদিন ব্যাপী আমরাই বাংলাদেশ চিত্র প্রদর্শনীর ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর যুগ্ন পরিচালক কাজী সোনিয়া রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক এবং কলামিস্ট মাসুক আলতাফ চৌধুরী, জায়তুন এর পরিচালক এ কে এম লুৎফুর রহমান রিপন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কালচারার অফিসার বীর মুক্তিযোদ্ধা বশির উল আনোয়ার , সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশন অংকনশালার শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ শিল্পি মোহাম্মদ শাহীন ।

শিল্পি মোহাম্মদ শাহীন বলেন বিভিন্ন স্কুলের মোট ১৭০ জন ক্ষুদে প্রতিযোগীর ২০০ টি ছবি প্রদর্শন করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয় ।

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম: টিআইবি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম: টিআইবি

ডেস্ক রিপোর্ট:

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। স্কোর হিসাবে বিগত ১৩ বছরের মধ্যে এটি বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৩। একই স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১৫১তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ উপলক্ষ্যে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ড. মো. ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, সিপিআই ২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩। যা বিগত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম এবং নিম্নক্রম অনুসারে ১৪তম।

ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের এ বছরের নিম্ন স্কোর ও অবস্থান প্রমাণ করে যে, বিগত ১৩ বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও, বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, এমনকি দুর্নীতি সংঘটনে সহায়তা ও অংশগ্রহণ করেছে। এর প্রভাবে যথেচ্ছ লুটপাট, দুর্নীতিবাজদের রাষ্ট্রীয়ভাবে তোষণ, আইনের সঠিক প্রয়োগ না করা এবং সার্বিক কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের অবস্থানের ক্রম অবনতি হয়েছে। অথচ দুর্নীতিবিরোধী বাগাড়ম্বর ব্যতীত এ নিয়ে পতিত আওয়ামী সরকারের কোনো বিকার বা চিন্তা দেখা যায়নি। এমনকি দুর্নীতি দমনে দায়িত্বপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও তাদের প্রকৃত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে।

টিআইর সিপিআই সূচকের বিশ্লেষণ বলছে, ২০২৪ সালে স্কোর বিবেচনায় বাংলাদেশের নিম্নমুখী যাত্রা সুস্পষ্ট। ২০১২ থেকে সূচকে ব্যবহৃত ১০০ স্কেলে বাংলাদেশের স্কোর ২০২২ সাল পর্যন্ত “২৫ থেকে ২৮” এর মধ্যে আবর্তিত ছিল। ২০২৩ সালে এক পয়েন্ট অবনমন হয়ে ২৪ এবং ২০২৪ সালে আরও এক পয়েন্ট অবনমন হয়ে ২৩ হয়েছে। ২০১২ থেকে ২০২৪ মেয়াদে সিপিআই স্কোরের প্রবণতা বিশ্লেষণ অনুযায়ী টানা চার বছরসহ মোট ছয়বার বাংলাদেশের স্কোর ছিল ২৬, তিনবার ২৫ এবং একবার করে ২৪, ২৭ ও ২৮। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল সর্বোচ্চ চারবার ১৩তম, তিনবার ১৪তম, দুইবার ১২তম এবং একবার করে ১৫, ১৬ ও ১৭তম।

গত বছর বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১০ম ছিল। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে ২৪। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একইঅবস্থানে ছিল আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে। আর ২০২৩ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। বাংলাদেশের স্কোর ছিল ২৫।

টিআই এমন সময় সিপিআই সূচক প্রকাশ করেছে যখন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে চলমান দুর্নীতি বিরোধী অভিযান চলমান রয়েছে। ১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দ্বারা প্রতি বছর এই সূচক প্রকাশ করা হয়। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

শক্তিশালী পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। তাদের সর্বশেষ সূচক অনুযায়ী, বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মালিক সিঙ্গাপুর। অন্যদিকে, সূচকের সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে আফগানিস্তান।

সূচকে বাংলাদেশের অবস্থান আগের তুলনায় চার ধাপ উন্নতি হয়েছে। বর্তমানে শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৯৩তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিন। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম, এবং তার আগের বছর (২০২৩ সালে) বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম।

হেনলির ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন।

২০২৫ সালের সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুটি দেশের পাসপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে সাতটি দেশ: ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

যুক্তরাষ্ট্রের অবস্থান নবম। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা ১৮৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। সূচকে তাদের অবস্থান ৫২তম। মালদ্বীপের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৯৩টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরেই রয়েছে ভারত, যার অবস্থান ৮০তম। ভূটান ৮৩তম অবস্থানে রয়েছে, এবং ভূটানের পাসপোর্টধারীরা ৫১টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। মিয়ানমারের অবস্থান ৮৮তম, এবং তাদের পাসপোর্টধারীরা ৪৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। শ্রীলঙ্কা ৯১তম অবস্থানে রয়েছে, আর বাংলাদেশের ঠিক পরে ৯৪তম অবস্থানে রয়েছে নেপাল।

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল কিনছে বাংলাদেশ

ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল কিনছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা। রোববার (১২ জানুয়ারি) বিপিসির পরিচালনা পর্ষদের ১০০০তম সভায় এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে।

বিপিসি সূত্র জানায়, আমদানির প্রক্রিয়ার মধ্যে রয়েছে গ্যাস অয়েল ৮ লাখ ৮০ হাজার টন, জেট এ-ওয়ান ১ লাখ ৯০ হাজার টন, মোগ্যাস ৭৫ হাজার টন, ফার্নেস অয়েল ২ লাখ ৫০ হাজার টন ও মেরিন ফুয়েল ৩০ হাজার টন।

এ বছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন, যার মধ্যে ৪৬ লাখ টন ডিজেল। এর ৮০ শতাংশই সরাসরি আমদানি করা হয়, বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে সরবরাহ করা হয়।

 

 

বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয়

বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয় তৃতীয় প্রতিযোগিতায় কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ

 

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারে বাংলাদেশ ফাইটার কারাতে জাতীয় তৃতীয় প্রতিযোগিতায় কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ হয়েছেন ।

কুমিল্লা থেকে ৩৫ জনের একটি টিম কক্সবাজার গিয়েছে, যার মধ্যে প্রতিযোগী ছিল ২১ জন ।

তিনটি গোল্ড পদক, চারটি সিলভার পদক এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়ে কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশন রানার আপ হয়েছে ।

সেন্সি মোঃ নূরে আলম বিচারকের দায়িত্ব পালন করেন ।

টিম ম্যানেজার ছিলেন কুমিল্লা বকশিয়া দরবার শরীফের সাবেক গদিসিন ইউনুস গাফফারী ।

ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি মোঃ নুরে আলম খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

দখলদার ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ

দখলদার ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

দখলদার ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজ ও দখলদারমুক্ত একটি বাংলাদেশ গড়তে চায়। শনিবার (৪ আগস্ট) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “অনেকে প্রশ্ন করেন, আপনারা চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ গড়তে পারবেন কিনা? এর প্রমাণ হলো— আমাদের কোনো নেতা-কর্মী চাঁদাবাজি বা দখলদারিতে জড়িত নয়। আমরা এটাই প্রমাণ করেছি।”

নারী অধিকার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে, আমরা নারী-পুরুষের বৈষম্য তৈরি করতে চাই। অথচ আমরা নারীদের মায়ের মতো সম্মান করি। যারা ইচ্ছায় বোরকা পরবেন, তারা পরবেন। কিন্তু অন্য ধর্মের মানুষদের আমরা কীভাবে বোরকা পরতে বাধ্য করব? ইসলাম এ ধরনের কোনো অধিকার আমাদের দেয়নি।”

তিনি আরও বলেন, “পোশাক নিয়ে কারও ওপর জোর খাটানো যাবে না। নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে বিভিন্ন পেশায় দায়িত্ব পালন করবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং কেউ বৈষম্যের শিকার হবে না।”

সরকারকে ইঙ্গিত করে ডা. শফিক বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা লুটপাট, জুলুম ও গণহত্যার মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিওনের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা পাওয়া গেছে। পিওনের যদি এত টাকা থাকে, তবে উপরের স্তরে থাকা ব্যক্তিরা কত টাকা পাচার করেছেন তা সহজেই অনুমান করা যায়।”

তিনি আরও দাবি করেন, “রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির মাধ্যমে ৫৭ হাজার কোটি টাকা লুট হয়েছে। পদ্মা সেতু নির্মাণে যে পরিমাণ অর্থ খরচ হয়েছে, সেই টাকায় অন্তত আরও চারটি পদ্মা সেতু নির্মাণ করা যেত। আওয়ামী লীগ যেখানে হাত দিয়েছে, সেখানেই দুর্নীতির খনি আবিষ্কৃত হয়েছে।”

ধর্মীয় বিভাজন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি-মাইনরিটির কথা বলে যারা জনগণকে বিভক্ত করেছে, তারাই গত ৫৩ বছর ধরে দেশকে পেছনে টেনে ধরেছে। অথচ এসব অপকর্মের দোষ জামায়াতের ঘাড়ে চাপানোর চেষ্টা করা হয়। আমাদের নেতা-কর্মীরা এসব কাজে জড়িত নয়।”

সমাজ বিনির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে চাঁদাবাজি-ঘুষবাজি থাকবে না, দখলদার বাণিজ্য চলবে না, এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা পাবে। এই আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মী সম্মেলনে বৃহত্তর কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ ও রাজবাড়ি জেলার হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের সদস্য ড. আলমগীর বিশ্বাস, নির্বাহী সদস্য মোবারক হোসেন, সূরা সদস্য নুরুল ইসলাম ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সভাপতি এমএ মুসা।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আগস্টে ক্ষমতার পালাবদলের পর থেকে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনকে রাজনৈতিক বিষয় বলে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, “ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনটি রাজনৈতিক। তবে এটি আমাদের বাণিজ্যে প্রভাব ফেলবে না। ব্যবসায়ীরা রাজনীতিবিদদের বক্তব্যে বিভ্রান্ত হন না। তারা পণ্য বেচাকেনা করেন। যেখান থেকে বাংলাদেশ সস্তায় পণ্য পাবে, সেখান থেকেই কিনবে।”

তিনি আরও জানান, ভারত, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে চাল আমদানি করা হচ্ছে। রমজানে পণ্যের কোনো সংকট হবে না। তবে বিশ্ববাজারে সয়াবিনের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে এর সরবরাহে কিছুটা প্রভাব পড়ছে।

রমজানের প্রস্তুতির অংশ হিসেবে খেজুর, তেল ও মসুর ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। এসব পণ্যের ওপর ভ্যাট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাজারে জিনিসপত্রের দামে ইতিবাচক প্রভাব ফেলবে।

তবে তিনি বলেন, “জিনিসপত্রের দাম কমানোর পথে রাজনৈতিক চাঁদাবাজি একটি বড় বাধা। সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হচ্ছে না।”

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: ড. মুহাম্মদ ইউনূস

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি গঠনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন। তিনি সতর্ক করেন যে, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার বিপ্লবে সৃষ্ট বাংলাদেশে সবাইকে স্বাগত জানান। তিনি জুলাই-অগাস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহীদসহ সকল বীর সেনানীদের স্মরণ করেন, যাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

তিনি উল্লেখ করেন যে, যারা সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন, তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন, কেননা তিনি শত কর্মব্যস্ততার মাঝেও নির্বাচনী পর্ষদ উদ্বোধন করতে এসেছেন।

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার এবং প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী ও বিমান বাহিনীর উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন এবং পরিদর্শন বইয়ে তার মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। পরবর্তী সময়ে তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।

ভারতের কাছ থেকে

ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফিরে পাবে বাংলাদেশ

ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফিরে পাবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ভারতের কাছ থেকে প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে। রবিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

আজ সোমবার কুষ্টিয়ার বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সংবাদটি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনের কারণে ওই জমি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। জমিটি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীর পাশের চল্লিশপাড়া এলাকায় অবস্থিত। পদ্মার ভাঙনের কারণে প্রায় তিন কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে ১৫৭/এমপি থেকে ৮৫/১০-এস পিলার এলোমেলো হয়ে যায়।

বিজিবি জানায়, জমিটি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ারদের জরিপ অনুযায়ী, ভারতের ভেতরে প্রায় ২০০ একর বাংলাদেশি জমি এবং বাংলাদেশের ভেতরে প্রায় ৪০ একর ভারতীয় জমি চিহ্নিত করা হয়েছিল।

গতকাল বিএসএফের আমন্ত্রণে মহিষকুন্ডির জামালপুর সীমান্ত পিলারের কাছাকাছি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়। জমি নিয়ে আলোচনা ছাড়াও বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ এবং মাদকপাচার রোধে গুরুত্বারোপ করা হয়।