Tag Archives: ব্রাহ্মণপাড়ায় নবাগত এসিল্যান্ড জাফর সাদিক চৌধুরীর যোগদান

ব্রাহ্মণপাড়ায় নবাগত এসিল্যান্ড জাফর সাদিক চৌধুরীর যোগদান

 

আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া :

গতকাল ৪ এপিল বৃহস্পতিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী যোগদান করেছেন।

জানা গেছে, নব যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ধলই গ্রমের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেন। পরবর্তিতে তিনি বিসিএস ৩৪ তম ব্যাচে প্রশাসন ক্যাডার হওয়ার গৌরব অর্জন করেন।

প্রশাসন ক্যাডার হিসেবে তিনি প্রথমেই যোগদান করেন খোলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে। পরে তিনি সেখান থেকে ঝিনাইদাহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন।

এই ব্যাপারে নব যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, তার সঠিক দায়িত্ব পালনে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।