আনোয়ারুল ইসলাম :
সারাদেশের মত কুমিল্লায় জেলা পুলিশের আয়োজনে সদ্য নিয়োগ পাওয়া ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে সংবর্ধনা প্রদান করে থানা পুলিশ।
রবিবার (২১ জুলাই) সকালে ব্রাহ্মণপাড়া থানা কমপ্লেক্স প্রাঙ্গণে ১৯ জন নারী ও ৪৭ জন পুরুষসহ ৬৬ জন নিয়োগ প্রাপ্ত পুলিশ সদস্যকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির সদ্য নিয়োগ প্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন। পরে তিনি সকলের সর্বাধিক মঙ্গল কামনা করে সবাইকে মিষ্টি খাওয়ান এবং সকলকে ফুলদিয়ে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিনে থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াস, এস আই সাইফুজ্জামন, এস আই যুযুৎসু যশ চাকমা, এস আই তীথংকর দাস, এস আই আব্দুল কুদ্দুস, এস আই মামুনুর রশিদ, এস আই সফিকুল ইসলাম, এস আই জাকির হোসেন, এস আই বুবুল হোসেন সহ থানার অন্যান্য অফিসারগণ।