স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা এলাকার রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাত যুবক (২৬) এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশের ধারণা করছে, ১৫ জুন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যে কোন সময়ের মাধ্যে চলন্ত রেলের ছাদ থেকে পরে এই যুবকের মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
সরজমিনে ঘুরে ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী মানরা এলাকায় নব নির্মানাধীন রেল লাইনের ৩০ ফোট দক্ষিণে ও পুরাতন রেলাইনের ১২ ফোট পশ্চিমে একটি অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে দেয়। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির এর নির্দেশে এস আই মোঃ সাইফুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে রেল লাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুজ্জামান জানান, নিহত অজ্ঞাত যুবক শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যে কোন সময়ের মধ্যে চলন্ত রেল গাড়ির ছাদ থেকে ছিটকে পড়ে মারা গেছে। প্রাথমিক ভাবে আমারা এইটাই ধারণা করছি।
থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত যুবকের বাম পা ও বাম হাত ভাংঙ্গা রয়েছে এবং বাম কানে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে সঠিক ঘটনা জানা যাবে।