স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন(বিএসএ) কর্তৃক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
‘আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষৎ আর দেবোনা ঝরে যেতে একটি জীবন শিক্ষা হতে’- এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতা -২০১৯ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় চান্দলা কে,বি হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন(বিএসএ) এর চান্দলা ইউনিয়নের সিনিয়র নির্বাহী সদস্য মোঃ রোমানুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ আইয়ুব খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চান্দলা কে বি হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম(বাবু), বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চান্দলা কে বি হাই স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক আবু কাশেম খান খোকন ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শরিফ খান আকাশ।
বিএসএ চান্দলা ইউনিয়ন শাখার নির্বাহী সদস্য মাহমুদুল হাসান,তমাল সরকার,জয় দাস,শান্ত বনিক,সামিরুল হক রাসেল,এনামুল,পনির আহমেদ, সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
চান্দলা ইউনিয়ন ৫ টি স্কুল ও কলেজ পড়ুয়া প্রায় ৫ শত জন ছাত্রছাত্রী কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। সংগঠনের সিনিয়র নির্বাহী সদস্য মোঃ রোমানুল ইসলাম, বলেন, এ প্রতিযোগীতার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মেধা ও মনন বিকাশের একটি দ্বার উম্মোচন হবে আশা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আইয়ুব খান বলেন, ‘যুগের সাথে সাথে তাল মিলিয়ে গ্রামের শিক্ষার্থীদেরকেও এগিয়ে যেতে হবে লক্ষ্যপানে।’
ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শরিফ খান আকাশ বলেন, ‘পাঠ্যপুস্তক পড়ার পাশাপাশি সাধারণ জ্ঞান সম্পর্কে সম্যক জ্ঞান রাখা আবশ্য কর্তব্য।’ পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মহামূল্যবান উপহার বই তুলে দেন অতিথিবৃন্দ।