স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিক সময়ে কবি,গবেষক, সম্পাদক, কালের ধ্বনি ইমরান মাহফুজের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়া সাবেরা সোবহান সরকারি গার্লস হাইস্কুলে এই সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
কলাম লেখক ও জনপ্রিয় ইংরেজি শিক্ষক মো. আবদুর রহিম (একসময় কুমিল্লা জিলা স্কুল ও ফয়জুন্নেসা স্কুলের শিক্ষকতা করেছিলেন) এর সঞ্চালনায় হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কবি,গবেষক,সম্পাদক,কালের ধ্বনি,ইমরান মাহফুজ ।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলার শিক্ষক নিজাম উদ্দিন,পথিক টিভির ব্যবস্থাপক লিটন হোসাইন জিহাদ,সোহরাব শান্ত প্রমুখ।
এই প্রসঙ্গে কবি ইমরান মাহফুজ বলেন , সারাদিন অনেক গরম থাকলেও সবার সঙ্গ দারুণ উপভোগ্য ছিলো। সাহিত্য সংস্কৃতি ও মানবিক গল্প-গানে সবাই ছিলো হাসিখুশি আপ্লুত। ইতোপূর্বে এমন আয়োজন আগে হয়নি। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিকতা মনে রাখার মতো। আমিও নিজেকে চিনতে জানতে তাদের কাছে গিয়েছি। তারাও আপন করে নিয়েছে। সত্যি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। এমন আপনাঘরে শতাধিক শিক্ষার্থীদের মধ্যথেকে নিবার্চিত ৩জন পেয়েছে পুরস্কার! আমার ইচ্ছা কেন্দ্র থেকে বের হতে হবে প্রান্তে, যেখানে মানুষ কত নিবিড়ভাবে জীবন যাপন করছে। উঠে আসছে অনেক কাঠখড় পুড়িয়ে এই নগরে। তাদের ভাবনার সাথে পরিচিত হতে আরো যেতে নতুন কোথাও! সাথে থাকবেন।শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গানে অনুষ্ঠানের সমাপ্তি হয়।