ডেস্ক রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাতপরিচয়ের এক তরুণী (২২) আত্মহ’ত্যা করেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পৈরতলা রেল গেটে এ ঘটনায় ঘটে।
স্থানীয়রা জানান, রেললাইনের পাশে বিষন্ন মনে ওই তরুণী বসেছিলেন। এক পর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ওই তরুণী ঝাপ দেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, ট্রেনে কাটা পড়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার একটি মোবাইল পাওয়া গেছে।