Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ফেরিওয়ালা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে তরুণীর আত্মহ’ত্যা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাতপরিচয়ের এক তরুণী (২২) আত্মহ’ত্যা করেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পৈরতলা রেল গেটে এ ঘটনায় ঘটে।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে বিষন্ন মনে ওই তরুণী বসেছিলেন। এক পর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ওই তরুণী ঝাপ দেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, ট্রেনে কাটা পড়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার একটি মোবাইল পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ফেরিওয়ালা

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শাহাবুদ্দিন (৩৫) নামের এক ফেরিওয়ালা নিহত হয়েছেন।

রোববার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের কলেজ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগরের মনু মিয়ার ছেলে ও পেশায় ফেরিওয়ালা ছিলেন। এ ঘটনায় অজ্ঞাত আরও একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, শাহাবুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া শহরে থেকে বিভিন্ন ধরনের আচার-ভর্তা বিক্রয় করতেন। রোববার রাতে শহর থেকে রিকশায় আনারস নিয়ে কাউতুলীর দিকে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। রিকশা চালক ট্রেন আসার বিষয়টি খেয়াল না করেই রেললাইন পার হচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় রিকশাটি ছিটকে পড়ে।

ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দিনসহ আরও একজনকে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে শাহাবুদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।