Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার বারগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়ার ১১ মাস বয়সী মেয়ে শিশু রাইসা, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুননেছা (৭৫) এবং একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)।

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারগুব তৌহিদ জানান, সকালে কুমিল্লাগামী একটি ড্রামট্রাক বারগুড়িয়া এলাকায় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। পরে মাইক্রোবাস চালক পাভেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।

তিনি আরো জানান, আহতদের প্রথমে হবিগঞ্জ জেলার মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ওয়াগন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি ওয়াগনের দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ছোট হরণ নামক ১৯ ও ২০ নং সেতুর মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঢাকাগামী পূর্বাঞ্চলের সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

মালবাহী ওয়াগনের পরিচালক ইমতিয়াজ রহমান জানিয়েছেন, চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে বেলা ১১:১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া পাস করে ১১:২০ মিনিটে তালশহর পূর্বস্থানে গাড়ির একটি চাকা লাইনচ্যুত হয়। তিনি বলেন, লাইনচ্যুত হওয়া ওয়াগনের অংশ রেখে মালবাহী ওয়াগনটি তালশহর স্টেশনে নিয়ে যাবে। এরপর আখাউড়া থেকে ইঞ্জিন এনে ওয়াগনের লাইনচ্যুত অংশ রেখে বাকি অংশ আখাউড়া জংশনে নিয়ে যাওয়া হবে।

তিনি আরও জানান, উদ্ধারকারী ক্রেন আসলে লাইনচ্যুত ওয়াগনটি নিয়ে যাওয়া হবে। সে পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকা এবং সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকারী ক্রেন না আসা পর্যন্ত এক পথে ট্রেন চলাচল করবে। তিনি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে।

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায়

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় নিহত এক যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় নিহত এক যাত্রী

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস দুর্ঘটনায় গোপী কান্ত ঘোষ (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও, এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বৈশামুড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত গোপী কান্ত নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে ছিলেন।

এ বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস সরাইলের বৈশামুড়া এলাকায় সড়কে উল্টে যায়। এ সময় বাসে তিনজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গোপী কান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রয়োজনের চেয়ে একদিনও বেশি

প্রয়োজনের চেয়ে একদিনও বেশি আমরা থাকতে চাই না: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রয়োজনের চেয়ে একদিনও বেশি আমরা থাকতে চাই না: ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণিসম্পদ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এ সরকারের জন্য প্রয়োজনীয় সময়টুকুই যথেষ্ট, এর বেশি থাকার কোনো ইচ্ছা নেই। তিনি বলেন, “পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, প্রয়োজনের চেয়ে একদিনও বেশি আমরা থাকতে চাই না। আগামী ডিসেম্বর মাস শেষ হতে দিন, কারণ এই সময়ের মধ্যে বেশ কিছু সংস্কারের প্রতিবেদন আসবে। তখন পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা সম্ভব হবে।”

রোববার (১৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেটি যেন পূর্বের অবস্থায় ফিরে না যায়। অতীতের অনিয়ম, দুর্নীতি এবং অন্যায়গুলো আমরা পুরোপুরি ঠিক করতে পারব না, তবে অন্তত কিছুটা পরিবর্তন আনতে পারি। আমাদের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে জনগণের ইচ্ছা অনুযায়ী সঠিকভাবে নির্বাচিত একটি সরকার আসতে পারে।”

ফরিদা আখতার বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গঠিত। এটি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। আমরা হেলাফেলা করার সুযোগ নেই। আমাদের দায়িত্ব হলো একটি ভাল সরকারের জন্য পরিবেশ তৈরি করা, প্রয়োজনীয় সংস্কার করা এবং জনগণের প্রত্যাশা পূরণের পথ সুগম করা। নিজেদের ইচ্ছামতো কিছু করার জন্য আমরা এখানে নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি তৌফিকুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে বোরকা পরা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে বোরকা পরা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার একটি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এখনও তার পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত নারীর পরনে গোলাপি রঙের বোরখা ছিল। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১০ টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায়

১০ টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

১০ টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাঁচা সড়ক মেরামতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে গেলে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা মাটি ফেলে সেটি সংস্কার করেন। এরপর মঙ্গলবার (১ অক্টোবর) সকালে একই গ্রামের সর্দার গোষ্ঠীর জুয়েল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় নয়ন তার কাছে সড়ক মেরামতের জন্য ১০ টাকা চান। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক-বিতর্ক এবং হাতাহাতি শুরু হয়।

ঘটনাটি মীমাংসার উদ্দেশ্যে সেদিন সন্ধ্যায় সালিশে বসা হয়। তবে সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং রাতে সংঘর্ষে রূপ নেয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। এর জেরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার পর

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার পর ৯ টুকরো করলেন স্ত্রী-সন্তান

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে হত্যার পর ৯ টুকরো করলেন স্ত্রী-সন্তান

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে অরুন মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করে তার মরদেহ ৯ টুকরো করার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্ত্রী মোমেনা বেগম (৫০) এবং মেয়ে লাকি আক্তারকে (২৭) গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ফরদাবাদ গ্রাম থেকে অরুন মিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (২ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, গত শুক্রবার বিকেল থেকে অরুন মিয়া নিখোঁজ ছিলেন। হত্যার চারদিন পর মঙ্গলবার রাতে ফরদাবাদ গ্রাম থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রী মোমেনা বেগম ও মেয়ে লাকি আক্তারকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

অরুন মিয়া ছিলেন ফরদাবাদ গ্রামের মৃত সুরুজ বেপারীর ছেলে। তার প্রথম স্ত্রীর ছেলে লুৎফর রহমান রুবেল এ ঘটনায় সৎ মা মোমেনা বেগম ও সৎ বোন লাকি আক্তারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন আরও জানান, পারিবারিক কলহের জেরে মোমেনা বেগম ও অরুন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোমেনা শাবল দিয়ে অরুনের মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। এরপর মোমেনা তার মেয়ে লাকিকে সঙ্গে নিয়ে অরুন মিয়ার মরদেহ ৯ টুকরো করে ১১টি পলিথিনে মুড়ে পাশের মনির মিয়ার সেফটি ট্যাংকিতে ফেলে দেন। এলাকাবাসী ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হতে দেখে পুলিশকে খবর দিলে সেখানে অরুন মিয়ার মরদেহের খণ্ডিত অংশ পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কাজে লিপ্ত

ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কাজে লিপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় অসামাজিক কাজে লিপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল কাইয়ুমকে (৪৫) হাতেনাতে আটক করে তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা পুলিশে সোপর্দ করেছেন।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারপাড়া এলাকা থেকে কাইয়ুমকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আবদুন নূরের ছেলে।

এ ঘটনায় আরও জড়িত থাকার অভিযোগে এক নারী (৩০) এবং উজ্জ্বল মিয়া (৩০) নামে দুজনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, শনিবার রাতে কাইয়ুম তার নিজ বাড়িতে ওই নারী ও উজ্জ্বলকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। কাইয়ুমের স্ত্রী ও পরিবারের সদস্যরা তাদের তিনজনকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, এর আগেও ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা কয়েক জায়গায় নারীসহ আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে থানায় আগের মামলাও রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় ২৪ কেজি গাঁজাসহ মো. এরশাদ মিয়া (৩৬) ও নূরুল হক ওরফে নূরু মিয়া (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে কসবা পৌর শহরের দক্ষিণ কসবা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত এরশাদ মিয়া কসবা উপজেলার শিমরাইল সাতপাড়া গ্রামের হাছন মিয়ার ছেলে ও নূরুল হক একই এলাকার ফয়েজ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কসবা পৌর শহরের দক্ষিন কসবা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের সাথে থাকা বস্তা তল্লাশী করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কান্না করায় ৬ মাসের শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি কান্নাকাটি করায় ৬ মাসের কন্যাশিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। সোমবার রাতে একটি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় পুলিশ নিহত শিশু মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে আটক করেছে। ঘটনার পর পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।নিহত শিশুর নাম নুসরাত জাহান তিথি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মত শিশু নুসরাতকে সঙ্গে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। সোমবার সকালে স্বপ্না বেগম তার শিশু নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। পরে সদর থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ বাড়ির পাশে একটি খালে শিশুটির লাশ ভাসতে দেখে। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে।

নিখোঁজের বিষয়টি পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। তিনি জানান, রাতে চিৎকার ও কান্নাকাটি করার কারণে শিশুটির মুখে ওড়না ঢুকিয়ে দেয়। এতে শিশুটি মারা যায়। পরে তার স্বামী লাশটি খালে ফেলে দিতে বলে।

এ বিষয়ে সদর থানার ওসি মো.আসলাম হোসেন বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।