Tag Archives: ব্রাহ্মনপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই আ’লীগ নেতা নিহত

ব্রাহ্মনপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই আ’লীগ নেতা নিহত

 

দেলোয়ার হোসাইন আকাইদঃ

কুমিল্লার ব্রাহ্মনপাড়ার শিদলাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,শিদলাই গ্রামের আমেরিকা প্রবাসী শামছুল হক গ্রুপ ও লিটন গ্রুপের মধ্যে বাড়ির সীমানা সংক্রান্ত পুর্বশত্রুতার জের ধরে আজ শনিবার সকালে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ উভয় একে অপরকে আক্রমন করে। এসময় শিদলাই গ্রামের আবদুল ওয়াদুদ মেম্বারের ছেলে খোরশেদ আলম ঘটনাস্থলে মারা যায়। ।

এ ঘটনায় আহত হয় আরো অন্তত ১৫ জন। এদের মধ্যে ছয় জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একই গ্রামের আবদুছ ছোবহানের ছেলে চা দোকানদার শানু মিয়া মারা যায। অপর পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত খোরশেদ আলমের ভাতিজা সোহেল রানা জানান, দীর্ঘদিন যাবত জমি নিয়ে তাদের মধ্যে বিবাদ চলায় তারা দু, বছর ধরে বাড়ি ছাড়া ছিলেন। আজ সকালে তারা বাড়িতে আসলে লিটন গ্রুপের লোকজন হামলা চালায়। তাতে দুজন মারা যায়। নিহত দুজই শামছুল হক গ্রুপের বলেও সে জানায়।