বিনোদন ডেস্কঃ
সংবাদ উপস্থাপনার পাশাপাশি একজন ট্রান্সজেন্ডার হিসেবে প্রথমবারের মতো চলচ্চিত্রেও অভিনয় করলেন তাসনুভা আনান শিশির। অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ ছবিতে একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে অভিনয় করলেন বাংলাদেশের প্রথম রুপান্তরকামী এই নারী সংবাদ পাঠিকা। এ ছাড়া সাঈদ শাহরিয়ার পরিচালিত ‘গোল’ চলচ্চিত্রেও কাজ করছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন তাসনুভা ও অনন্য মামুন দুজনই। মামুন বলেন, শিশির দুর্দান্ত অভিনয় করেছেন। উচ্চারণ ও অভিনয় খুবই ভালো। শিশির উচ্চশিক্ষিত এবং থিয়েটারে তার কাজ করার অভিজ্ঞতা আছে। এ দুটি গুণ তাকে সাপোর্ট দিয়েছে। উনার কাজে আমি খুবই সন্তুষ্ট। কসাই’ ছবির শুটিং শেষ। এটি বুধবার (১০ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়বে। এরপর দ্রুতই মুক্তি দেওয়া হবে।
শিশির শুধু সংবাদ উপস্থাপন নয়, তার দক্ষতা রয়েছে নাচ-গানেও। অভিনয়ের দক্ষতা দেখা যাবে তার আসন্ন চলচ্চিত্রে। এ ব্যাপারে শিশির বলেন, আমার হাতে দুটি সিনেমা আছে। কসাই ছাড়াও কাজ করছি সাঈদ শাহরিয়ার পরিচালিত ‘গোল’ সিনেমায়। দুটি ছবিতে আমার চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং।
সোমবার (৮ মার্চ) বেসরকারি চ্যানেল বৈশাখী টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে আত্মপ্রকাশ করেন শিশির। পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথে স্নাতকোত্তর করছেন তিনি। বাগেরহাটের মংলায় জন্ম নেওয়া শিশির ২০০৭ সাল থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত। কাজ করছেন নাটকের দল বটতলায়।