ডেক্স রিপোর্টঃ
কার্ডিফে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৯৫ রানের হেরেছে বাংলাদেশ। তবে এ হারের মাঝেও ইতিবাচক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘আয়ারল্যান্ডে নতুন বলে আমরা সেভাবে উইকেট নিতে পারিনি। তাই পেস বোলিংয়ে ভালো শুরুর ইচ্ছে ছিল। মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছে। আমি চেষ্টা করেছি। রুবেল ও সাইফের কাছ থেকে যা চেয়েছি, অনেকটাই পেয়েছি।’
বেশ কয়েক দিন ধরে নিজেকে খারিয়ে খুঁজছেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজ। তবে বিশ্বকাপের মূল পর্বে ভালো করবে বলে আশাবাদী মাশরাফি। তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছে, নতুন বলে উইকেট নেয়ার মতো একজন দরকার। এই জায়গায় ঘাটতি থেকে যাচ্ছিল। মুস্তাফিজ আজ (মঙ্গলবার) কাজটা দারুণভাবে করেছে। বল হাতে ১৪০ কিলোমিটার গতি তুলেছে। ভালো লাগচ্ছে যে সে তার পুরোনো গতিটা ফিরে পাচ্ছে। মুস্তাফিজ নিজের মতো বোলিং করলে আমাদের বোলিংটাই হবে অন্যরকম।’
ভারতের বিপক্ষে পেসাররা যেমনই বল করুন না কেন। স্পিনাররা একেবারে নখদন্তহীন বল করেছে। তবে এখনো নিজেদের পরীক্ষিত স্পিন আক্রমণে ভরসা রাখছেন মাশরাফি। তিনি বলেন, ‘সাকিবের একটি বাজে দিন গেছে। তবে দারুণভাবে ফেরার মতো অভিজ্ঞতা তার আছে। আমার বিশ্বাস এবারের বিশ্বকাপে সে দারুণ কিছু করবে। মিরাজও গত কিছুদিনে ভালো করেছে। মোসাদ্দেকের বোলিং ফিগার দেখে খুব খরুচে মনে হলেও ওর শুরুটা খারাপ ছিল না।’ বাংলাদেশের ব্যাটিং নিয়ে টাইগার দলপতি বলেন, ‘মুশফিক ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখেছে। যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। লিটন নিজের কাজটা ভালোমতোই করছে। দুজনই সেঞ্চুরি করলে ভালো লাগত। রিয়াদ আর কিছু সময় ক্রিজে থাকলে তিনশ রান করতে পারতাম। তবে খুবই হাই কোয়ালিটির বোলিং খেলেছি আমরা। এই প্রস্তুতিটা কাজে দেবে।’