স্পোর্টস ডেক্সঃ
আজ ভারতের বিপক্ষে বিশ্বকাপের বাঁচামরার লড়াইয়ে মুখোমুখি হবে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ৩১ রানে ধরাশায়ী হওয়ার পর বাংলাদেশকে নিয়ে বেশ চিন্তায় আছে ভারত। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সেরাটা দিয়ে বিজয় নিশান উড়াতে প্রস্তুত লাল-সবুজের দল।
ইংল্যান্ডের বিপক্ষে খেলানো একাদশে তাই বড় পরিবর্তন নিয়েই টাইগারদের মুখোমুখি হতে পারে ভারত, এমন খবর আগেই পাওয়া গিয়েছিল। এবার জানা গেল, বাংলাদেশ দলও সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ২ পয়েন্ট আদায় করার জন্য একাদশে আনতে পারে পরিবর্তন, দেখা যেতে পারে ৪ পেসারের আক্রমণ।
এজবাস্টনের মাঠের বাউন্ডারি আকারে ছোট। ভারত-ইংল্যান্ডের ম্যাচ যে পিচে খেলা হয়েছিল, সেই ২২ গজেই আজ ব্যাট-বলের লড়াই হবে। এক পাশের সীমানা মাত্র ৫৯ মিটার। আরেক পাশে সীমানা ৮০ মিটারের বেশি। ব্যাটিং সহায়ক পিচ হওয়ায় রানের দেখা বেশি মিলবে বলেই ধারণা করা হচ্ছে। সবমিলিয়ে বলা যায়, স্পিনারদের বিপক্ষে এ ম্যাচে ব্যাটসম্যানরা মারমুখো হলে চার-ছক্কার ফুলঝুরি দেখা যেতে পারে। এমন ভাবনা থেকে ভারতের লম্বা ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশ দল আজ ৪ পেসার নিয়ে নামতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
আজকের ম্যাচে ৪ পেসার খেলানো হলে মেহেদী হাসান বাদ পড়তে পারেন। তার পরিবর্তে দলে চলে আসবেন রুবেল হোসেন। মাশরাফী-মুস্তাফিজ-সাইফউদ্দিন-রুবেলের কম্বিনেশন আজ স্বরূপে দেখা দিলে তা হবে জয়ের দিকে ছুটে চলার মসৃণ পথ।
তবে ৪ পেসার খেলানোর বিষয়ে ২টি বিষয় বিবেচনায় আসতে পারে। এখনো সামান্য ইনজুরিতে ভোগা সাইফউদ্দিনকে খেলানোর ঝুঁকি না নিলে তার পরিবর্তে রুবেল আসলে একাদশে মিরাজ থেকে যাবেন।
অপরদিকে, গত পরশু ভারত-ইংল্যান্ড ম্যাচ যে পিচে হয়েছে, সেখানেই আজ খেলা হবে। সময় যত পার হবে, ফ্ল্যাট পিচ ততো ধীরগতির হবে। পরে বোলিং করলে সাকিব-মিরাজ-মোসাদ্দেকরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। বিষয়টি টিম ম্যানেজমেন্ট বিবেচনায় নিলে আফগানিস্তানের বিপক্ষে খেলা একাদশই অপরিবর্তিত থাকতে পারে। এক্ষেত্রে ৪ পেসার খেলানোর কোনো অবকাশ থাকবে না।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ/রুবেল হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।