বিনোদন প্রতিবেদক ;
ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বীর’। এ দিন দেশের বিভিন্ন হলে সিনেমাটি প্রদর্শিত হবে। নতুন খবর হলো- ভালোবাসা দিবসে দর্শকদের সামনা-সামনি হাজির হবে শাকিব খান। তবে কোনো হলে নয়। শাকিব হাজির হবেন নারায়ণগঞ্জের একটি উন্মুক্ত অনুষ্ঠানে।
ভালোবাসা দিবসের দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৩০০ ফিট সড়কে নতুন মেহেদি ফুডকোর্ডের আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস। দুই দিনব্যাপী এ আয়োজনের শেষ দিন (ভালোবাসা দিবস)-এ দর্শকদের সামনে নাচতে দেখা যাবে শাকিব খানকে। এছাড়াও শোবিজের বেশ কয়েকজন তারকা এ আয়োজনে অংশ নেবেন।
প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার অর্ক সাহা বলেন, বিশেষ দিবসে তরুণ সমাজকে বিনোদন ও আনন্দ দিতে আমাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এই আয়োজন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যে কেউই এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন।