Tag Archives: ভালো নেই প্রখ্যাত নাট্যকার

ভালো নেই প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ

 

ডেস্ক রিপোর্ট :

ভালো নেই প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদ। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সর্বশেষ খবর অনুযায়ী, শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি।

মমতাজউদদীন আহমদকে দেখতে গিয়েছিলেন অধ্যাপক রতন সিদ্দিকী। শনিবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে জানান, মমতাজউদদীন আহমদের চিকিৎসক ছেলে সেজান মাহমুদ তিতাস যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। তাঁর কাছে স্যারের পরিস্থিতি জানতে চেয়েছিলাম। তিতাস জানিয়েছেন মোটেও বিপদমুক্ত নন মমতাজ উদ্দিন আহমেদ। শরীর অক্সিজেন পাচ্ছে না। কার্বন ডাই–অক্সাইড বেরিয়ে যাচ্ছে। মস্তিষ্কে পানি জমে গেছে। এ পরিস্থিতিতে অলৌকিক কিছু না ঘটলে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার বেশি রোগীকে টিকিয়ে রাখা যায় না।