নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালাতে গিয়ে ফের দুই রোহিঙ্গা আটক হয়েছে একদল আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের হাতে।
আটককৃত রোহিঙ্গারা হলো আবুল হোসেন (৫৫) সে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর ২৭ নম্বর ক্লাস্টারের মৃত সোনা মিয়ার ছেলে ও একই ক্লাস্টারের আবু আহম্মদের ছেলে রফিক (২৭)।
এপিবিএন সূত্রে জানা যায়, গত (১১ সেপ্টেম্বর) রাতে ভাসানচরের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের পূর্বে গভীর জঙ্গল থেকে তাদের আটক করা হয়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে ও পলাতক রোহিঙ্গা দালালদের বিরুদ্ধে ভাসানচর থানায় মামলা করা হয়েছে।