কলেজ প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলেজ সাংবাদিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনে কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান, কুভিক সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি মাহদী হাসান, সহ-সভাপতি রহমত উল্লাহ নিরব, সাধারণ সম্পাদক আবু রায়হান ।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদ সম্পাদক বিজয় কৃষ্ণ রায়, যুগ্ম সম্পাদক বদরুন নাহার ও কোষাধ্যক্ষ ওয়ায়েছ আল কারণী মুন্সি ।
প্রফেসর রতন কুমার সাহা বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। আমরা চাই সংবাদিকদের হাত ধরে কলেজের সমস্যা ও সম্ভাবনা গুলো উঠে আসবে। যার মাধ্যমে ভিক্টোরিয়া কলেজ অনেকদূর এগিয়ে যাবে’।
আরো উপস্থিত ছিলেন কুভিকসাস এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফ, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এম এইচ রায়হান, অর্থ সম্পাদক জে আই মাহির, কার্যনির্বাহী সদস্য রুবেল মজুমদার প্রমুখ।