ডেস্ক রিপোর্ট :
ভূরুঙ্গামারীতে একটি ভোটকেন্দ্রে আনসার সদস্যের গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের বহলগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন মাইদুল ইসলাম নামে এক আনসার সদস্য। তাকে গুলি চালানো শেখানোর সময় অসাবধানতায় গুলি বেরিয়ে এক পুলিশ সদস্যের পায়ে লাগে।
আহত পুলিশ সদস্যের নাম মোন্নাফ আলী। তিনি রংপুর কোতোয়ালী থানায় চাকরি করেন। ভোটের ডিউটি করার জন্য তিনি এসেছিলেন। ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।