সোমা মুৎসুদ্দীঃ
তোমার বাড়ি নীল আকাশে,
তোমার বাড়ি মেঘে।
তোমার বাড়ি আমার মনে,
আমার সব আবেগে।
তুমি আমার স্বপ্ন মধুর,
স্বপ্নেরি হাত ছানি।
তুমি আমার দোল-দোলানো,
ছোট্ট হৃদয় খানি।
যেখানেই থাকি তোমার কথা,
শুধুই আমি ভাবি।
তোমার জন্য মনের জানালা,
প্রতিদিনই খোলা রাখি।
-কবি ও লেখক
সোমা মুৎসুদ্দী।
চট্টগ্রাম।