Tag Archives: মনোহরগঞ্জে যুবলীগ নেতাকে শিবির বানিয়ে গ্রেফতার করালেন এমপি

মনোহরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে দোকানলুট : গ্রেপ্তার ২

 

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা:

কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ববিরোধের জের ধরে স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ২জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল বাজারে এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা আকতারুজ্জামান সুমন সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক উল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক ও সাইকচাইল বাজারের ‘মায়ের দোয়া ভ্যারাইটিজ ষ্টোর’ এর সত্ত¡াধিকারী। এ ঘটনায় আহত সুমনের ভাই ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল হোসেন বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত রোববার রাত ৮টায় সাইকচাইল গ্রামের মোঃ সাদেক আলীর ছেলে রবিউল হোসেন (৩৩), মৃত শামসুল হক মেম্বারের ছেলে কামরুজ্জামান সুজন (৩০), হেদায়েত উল্লাহর ছেলে শাহজাহান সাজু (৪২) ও মৃত নুরুল হকের ছেলে মোঃ সেলিম (৪০) অজ্ঞাত কয়েকজনকে নিয়ে আক্তারুজ্জামান সুমনের দোকানে হামলা চালায়। দলবদ্ধ ভাবে এলোপাথাড়ি কিল ঘুষির এক পর্যায়ে সুমনের মাথা লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রবিউল হোসেন। আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সুমনের বাম হাতের কব্জি ৯০ শতাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় কামরুজ্জামান সুজনের অস্ত্রের আঘাতে সুমনের ডান হাতের বাহুতে মারাত্মক জখম হয়। সুমনের চিৎকার শুনে বাজারের ব্যবসায়ীরা জড়ো হতে শুরু করলে হামলাকারীরা দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ ২ লাখ ৩৭ হাজার টাকা, ৮০ হাজার টাকা সমমূল্যের রিচার্জ/এমবি কার্ড এবং প্রায় ৪০ হাজার টাকা সমমূল্যের দু’টি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল ফোন হাতিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর আহত অবস্থায় আক্তারুজ্জামান সুমনকে লাকসাম জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। এ বিষয়ে আহত সুমনের ভাই, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন (অভিযোগকারী) বলেন, ‘পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের উপর হামলা করা হয়েছে। হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের জড়িত। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত শাহজাহান সাজু বলেন, ‘সুমনের সাথে আমার কোনো পূর্ববিরোধ নেই। আমি এ ঘটনার সাথে জড়িত নেই। ওইদিন আমি ঔষধ কিনতে সাইকচাইল বাজারে গিয়ে দেখি কিরিজ (অস্ত্র) হাতে নিয়ে রবিউল হোসেন চিৎকার-চেঁচামেচি করতেছে। বাজারের ব্যবসায়ীরাসহ আমরা তাকে থামানোর চেষ্টাও করেছি। এর কিছুক্ষণ পরই শুনতে পাই রবিউল সুমনকে কুপিয়েছে। আমি তাৎক্ষণিক সুমনকে দেখতেও গেছি। এখন শুনতেছি আমাকেও নাকি আসামী করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিৎ করে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, আহত সুমনের ভাই, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে ২জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এদিকে যুবলীগ নেতা ও ব্যবসায়ী আকতারুজ্জামান সুমনের উপর নৃশংসা হামলার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। এঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে মঙ্গলবার সকালে প্রতিবাদ সভা করেছে সাইকচাইল বাজার ব্যবসায়ী সমিতি। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সায়েদুর রহমান দুলাল, প্যানেল চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম ভেন্ডার, আওয়ামী লীগ নেতা নুরুল আলম হিরণ, ব্যবসায়ী মোবারক উল্লাহ কালা মিয়া, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, আবু নওশাদ প্রমুখ।

মনোহরগঞ্জে যুবলীগ নেতাকে শিবির বানিয়ে গ্রেফতার করালেন এমপি

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি তাজুল ইসলামের বিরুদ্ধে যুবলীগ নেতা গোলাম সারোয়ার মজুমদারকে ছাত্রশিবির বানিয়ে গ্রেফতার করানোর অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, গোলাম সারোয়ার মজুমদার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সদস্য সচিব। বর্তমানে তিনি উপজেলা যুবলীগের সদস্য। সম্প্রতি তাকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ছিলেন গোলাম সারোয়ার। তিনি মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন।

তার পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ব-বিরোধের জের ধরে গোলাম সারোয়ারকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছেন স্থানীয় এমপি তাজুল ইসলাম।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু বলেন, আমি দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালে সারোয়ারকে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক করেছি। তাকে স্থানীয় এমপি তাজুল ইসলাম মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ফারুক বলেন, গোলাম সারোয়ার আওয়ামী লীগের দুর্দিনের নেতা। কোনো অন্যায় করলে দলীয় ফোরামে তার বিচার হতে পারত। কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা তার ব্যক্তিগত আক্রোশ মেটাতে জামায়াত-শিবির বানিয়ে যুবলীগ নেতাকে জেলে পাঠানোর ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিত।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও এমপি তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা যায়নি। অবশ্য তিনি স্থানীয়দের বলেছেন, গোলাম সারোয়ারকে গ্রেফতার করানোর সঙ্গে তিনি জড়িত নন।